২১ আগস্ট বিএনপি জামাত জোট সরকারের আমলে শেখ হাসিনার সভায় গ্রেনেড হামলার প্রতিবাদে মানিকগঞ্জে প্রজ্জ্বলিত মোমবাতি হাতে মানববন্ধন পালন করেছে দলীয় নেতাকর্মীরা।
শনিবার রাত ৮টার দিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে মোমবাতি হাতে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দেড়শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম, সহ-সভাপতি এবিএম হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপল, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য মাদাবির হাসন খান, মাহমুদ রাজ্জাক অপু, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা ও যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি বক্তব্য রাখেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, বিএনপি-জামাত শেখ হাসিনাকে হত্যা করে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নাম মুছে ফেলতে চেয়েছিল। সৃষ্টিকর্তা দয়ায় সেদিন অল্পের জন্য তিনি বেচেঁ যায়। কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নিহত ও আহত হন। গ্রেনেড হামলায় জড়িতদের দ্রুত ফাঁসির রায় কার্যকরেরর দাবিও করেন তিনি।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ