ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

গাছ খেলো ছাগল, প্রাণ গেল ৩ মাসের শিশুর!

প্রকাশনার সময়: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৭

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের সামান্তখিলা গ্রামে ছাগলে শিম গাছ খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এ সময় বাশের লাঠির আঘাতে ইশরাক হোসেন নামে তিন মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।

এতে নিহতের পরিবারের পাশাপাশি এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় অভিযুক্ত রোজিনা খাতুনকে (৩২) পুলিশ গ্রেফতার আদালতে পাঠায় পুলিশ। পরে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে অভিযুক্ত আসামি রোজিনা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ধোবাউড়া থানার ওসি টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাগলে শিম গাছ খাওয়াকে কেন্দ্র করে উপজেলার সামান্তখিলা গ্রামের স্থানীয় দুলাল মিয়ার স্ত্রী জায়েদা খাতুনের সঙ্গে মারামারি হয় প্রতিবেশী রোজিনা খাতুনের।

এ সময় রোজিনা খাতুন বাশের লাঠি দিয়ে জায়েদাকে আঘাত করলে তার কোলে থাকা তিন মাসের শিশু ইশরাক গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে শিশুটি মারা যায়।

ওসি আরও জানান, অভিযুক্ত রোজিনা এ ঘটনায় অনুতপ্ত হয়ে স্বেচ্ছায় তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ