২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও শহীদদের স্মরণে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪ টায় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মমতাজ উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, জেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ শহীদুল আলম স্বপন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান, যুবমহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে এবং প্রগতিশীল ধারাকে নস্যাৎ করতে স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীরা এখনো তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।
নয়া শতাব্দী/এসইউ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ