ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মেহেরপুরে আলোচনা

প্রকাশনার সময়: ২১ আগস্ট ২০২১, ১৮:১০

তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও তার ছেলের যোগসাজশে ২০০৪ সালের ২১ আগস্ট শান্তিপূর্ণ সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মেহেরপুর ও গাংনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২১ আগস্ট) দুপুরে পৌর আওয়ামী লীগের আয়োজনে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশংকার আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরকার সহ দলীয় নেতা-কর্মীরা। ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামীলীগ। শনিবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তারা গ্রেনেড হামলায় নিহতদের মাগফেরাত কামনা করেন। সেই সাথে ওই মামলার আসামিদের ফাঁসির রায় কার্যকরের দাবীতে উপজেলা পরিষদের সামনে মেহেরপুর কুষ্টিয়া সড়কে মানববন্ধন করা হয়।

এদিকে ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা দিবস উপলক্ষে প্রতিবাদ সমাবেশ করেছে মেহেরপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগ। শনিবার সকালে মেহেরপুর সরকারি কলেজ চত্বরে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন।

প্রতিবাদ সমাবেশে বক্তা বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট শান্তিপূর্ণ মিছিলে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনাকে গ্রেনেড হামলা চালিয়ে হত্যা করে বাংলার মাটি থেকে আওয়ামী লীগের নাম চিরতরে মুছে দিতে চেয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেদিন তিনি প্রাণে বেঁচে যান। আজকের বিশ্ব মানবতার মা শেখ হাসিনা সেদিন প্রাণে বেঁচে গেলেও আইভি রহমানসহ অন্যরা সেদিন শহীদ হন।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ