ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু

প্রকাশনার সময়: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৮

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় আটক এক হাজতির মৃত্যু হয়েছে। নিহতের নাম সায়েদ ওরফে আবু সাঈদ (৪৫)।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বাবার নাম মোহাম্মদ হারেজ। গ্রামের বাড়ি ঢাকা জেলার ধামরাই থানার ঘোড়াকান্দা দক্ষিণপাড়া এলাকায়। সে একটি হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি হিসেবে গত ১ ফেব্রুয়ারি কারাগারে আসেন। তার হাজতি নং -৫৩৩৮/২৩।

কারা কর্তৃপক্ষ জানান, খুব সকালে হাজতি আবু সাঈদ গুরুতর অসুস্থ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টায় সেখানে সে মৃত্যু হয়।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ