ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

রোহিঙ্গা ক্যাম্পে অভিযান, আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫

প্রকাশনার সময়: ৩০ জানুয়ারি ২০২৩, ১৪:৩০

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান চালিয়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। গ্রেফতার সবাই হত্যাসহ বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে র‍্যাব।

রোববার (২৯ জানুয়ারি) রাতে র‍্যাব-১৫, পুলিশ, এপিবিএন-৮ ও ১০-এর সদস্যরা উখিয়ার একাধিক রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পের এল/৩ ব্লকের বাসিন্দা ও ‘আরসা’র গ্রুপ কমান্ডার ডা. রফিক, একই ক্যাম্পের এল/১১ ব্লকের মোহাম্মদ রফিক, ১২ নম্বর ক্যাম্পের এইচ/১৩ ব্লকের রফিক উল্লাহ, একই ক্যাম্পের নুরুল আমিন ও ৫ নম্বর ক্যাম্পের খাইরুল আমিন।

সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠিয়েছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।’

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী বলেন, ‘বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামিদের ধরতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার সবাই এজাহারভুক্ত আসামি এবং মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসার সদস্য।’

তিনি আরও বলেন, আসামিদের মধ্যে ডা. রফিক সংগঠনটির গ্রুপ কমান্ডার। তিনি আহত সদস্যদের চিকিৎসা ও ওষুধ সরবরাহ করে থাকেন। তার বিরুদ্ধে ক্যাম্পের শাহাব উদ্দিনকে হত্যার ঘটনায় মামলা রয়েছে। অন্যান্যদের বিরুদ্ধেও হত্যা মামলা রয়েছে। আসামিদের উখিয়া থানায় স্থানান্তর করা হয়েছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ