সাভারের আলোচিত বিশ্বের সবচেয়ে ছোট গরু ‘রানি’ অসুস্থ হয়ে পড়েছে। বৃস্পতিবার (১৯ আগস্ট) দুপুর ৩টায় শিকড় এগ্রো ফার্মের ব্যবস্থাপক আবু সুফিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গিনেস বুক রেকর্ডের অপেক্ষায় থাকা সাভারের এই গরুটি মারা গেছে বলে গুজব ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জানতে ওই ফার্মের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে আবু সুফিয়ান বলেন, রানিকে বিভিন্ন সময় চুরির চেষ্টা চালানো হয়েছে। এছাড়া অনেকেই দেখতে আসেন। এসব কারণে এর নিরাপত্তা হুমকি ছিল। সম্প্রতি রানির মতো আরেকটি গরুও আনা হয়েছে এখানে।
তিনি বলেন, নতুন গরু আনার পর রানিকে আরেক ঘরে নেওয়া হয়েছে। ওখানে নেওয়ার পরেই এটু অসুস্থ হয়ে পড়ে। তবে মারা যাওয়ার খবরটি গুজব বলে বিরক্তি প্রকাশ করেন তিনি।
আবু সুফিয়ান বলেন, ছোট গরু হওয়ায় অনেক সময় এটি অসুস্থ হয়ে পড়ে। পেট ফুলে যায়। তবে আবার সুস্থও হয়ে যায়। এটা নিয়মিত প্রক্রিয়া। রানি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ