ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

আখাউড়া স্থলবন্দরে দুদিন আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশনার সময়: ২৬ জানুয়ারি ২০২৩, ২২:৫৮ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩, ২৩:০২

সরস্বতী পূজা ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম দুদিন বন্ধ রয়েছে। তবে এ সময় উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, হিন্দু ধর্মালম্বীদের সরস্বতী পূজা উপলক্ষ্যে ভারতের ত্রিপুরার আগরতলা স্থলবন্দরের ব্যবসায়ী সংগঠন ‘ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টার’র সাধারণ সম্পাদক শিব শংকর দেবের স্বাক্ষরিত একটি প্যাডে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের বিষয়টি বাংলাদেশের ব্যবসায়ীদের জানানো হয়। এছাড়া পরের দিন শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট দুদিন এ বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

শনিবার সকাল থেকে পুনরায় এ বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশনের সহকারী ইনচার্জ দেওয়ান মোর্শেদুল হক জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ