ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

বরগুনায় শীতার্ত মানুষের পাশে ‘ধ্রুবতারা’

প্রকাশনার সময়: ২১ জানুয়ারি ২০২৩, ২২:১৬ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৩, ২২:২১

বরগুনায় কৃষক, জেলে, বেদে সম্প্রদায়, নরসুন্দর, ভূমিহীন ও নদী ভাঙনকবলিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে তালতলী উপজেলার সোনাকাটার নিদ্রা গ্রাম ও নিশানবাড়িয়ার নলবুনিয়া গ্রামে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এর আগে তিন দিনব্যাপি বরগুনা সদর, আমতলী, তালতলী ও বেতাগী উপজেলার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি। আইপিডিসি ফাইন্যান্স তাদের সহযোগিতা করেছে।

শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, নিশানবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বরগুনা জেলা শাখার সভাপতি সুমন সিকদার, পর্যটক উদ্যোক্তা আরিফ রহমান, ধ্রুবতারা কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক রাব্বি আহমেদ, তালতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হাইরাজ মাঝি, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ধ্রুবতারা বরগুনা জেলা শাখার সহসভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক তাসনিয়া হাসান অর্পিতা, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাওলাদার, তালতলী উপজেলা শাখার সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ শেষে ধ্রুবতারা বরগুনা জেলা শাখার সভাপতি সুমন সিকদার বলেন, সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিচালক অমিয় প্রাপন চক্রবর্তি অর্কের আপ্রাণ প্রচেষ্টায় প্রতিবছর সারা দেশের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় আমরা এবছর বরগুনার জেলার বরগুনা সদর, আমতলী, তালতলী ও বেতাগী উপজেলার কৃষক, জেলে, বেদে সম্প্রদায়, নরসুন্দর, ভূমিহীন ও নদী ভাঙনকবলিত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছি। আগামী দিনেও এ ধারাবাহিকতা অব্যহত থাকবে।

শীতবস্ত্র পেয়ে তালতলীর নিদ্রা এলাকার বাসিন্দা ফুলসন বেগম বলেন, শীত আহে শীত যায়, কিন্তু মোগো খোঁজ কেউ নেয় না। আল্লাহ যারা আইজ মোগো কাপড় দিছে তুমি হেগো ভালো হইরো।

আবদুল মালেক বলেন, সাগর পাড়ে থাহি, ঝড়ঝঞ্জা, বইন্যা, শীত এ মোগো নিত্য দিনের সঙ্গী। তয় যখন দেহি মোগো খোঁজ-খবর নিতে কেউ মোগো ধারে আয় তহন ভালো লাগে। অনেকেই হুনছি শীতবস্ত্র দেয় তবে চোহে দেহি নাই। রাইতে আইয়া সামনে জ্যাগো পায় হেগোই দেয়। আর আপনেরা সবাইর তালিকা কইরা দিছেন। সবাই পাইছে কেউ বাদ যায়নি। আল্লাহ আপনেগো ভালো করুক।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ