রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়।
নিহত দুই শিশু হলো মাঝবাড়ী গ্রামের বাবু বিশ্বাসের ছেলে হুজায়ফা (৮) ও প্রতিবেশী চাচাতো ভাই ইকরামের ছেলে হাসান (৩)।
মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাসুমুর রহমান বলেন, বৃহষ্পতিবার বিকেল ৫টার দিকে বাবু বিশ্বাসের বাড়িতে চার শিশু খেলা করছিল। এক পর্যায়ে দুই শিশু রান্না ঘরে থাকা গ্যাস লাইটার দিয়ে পাটকাঠিতে আগুন লাগিয়ে দেয়। এ সময় অন্য দুই শিশু দৌড়ে বেরিয়ে গেলেও হুজায়ফা ও হাসান আটকা পড়ে। বাবু বিশ্বাসের বাড়ির লোকজন পাশের বাড়িতে থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে । গুরুত্বর দগ্ধ অবস্থায় প্রতিবেশীরা দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইকরামের ছেলে হাসান মারা যায়। অবস্থার অবনতি হলে বাবু বিশ্বাসের ছেলে হুজায়ফাকে ঢাকায় পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে হুজায়ফা মারা যায়।
হুজায়ফার পিতা বাবু বিশ্বাস বলেন, শীতের করণে শিশুরা রান্নাঘরে গ্যাস লাইটার দিয়ে পাটখড়িকে আগুন দিলে তা সারা ঘরে ছড়িয়ে পড়ে এমন দুর্ঘটানা ঘটে।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. সজিব বলেন, ঘটনাটি দুঃখ জনক। আমরা দুই শিশুর পরিবারের পাশে আছি। উপজেলা প্রশাসনের পক্ষ তাদের সব বিষয়ে সহযোগিতা করা হবে। পরে উপজেলা প্রশাসন ও কালুখলী থানার পুলিশ পরিবারের ইচ্ছানুযায়ী দুই শিশুর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের কছে হস্তান্তর করে।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ