ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

সান্তাহারে শীতার্তদের পাশে জাকাত ফাউন্ডেশন

প্রকাশনার সময়: ১৮ জানুয়ারি ২০২৩, ২০:৪২ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩, ২০:৪৫

বগুড়ার আদমদীঘিতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আমেরিকা ভিত্তিক বেসরকারি সংস্থা ‘জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে সান্তাহার ইউনিয়নের ছাতনী-ঢেকড়া উচ্চ বিদ্যালয় মাঠে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার বাংলাদেশ কান্ট্রি অফিসের উদ্যোগে ৪০০টি কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রোগ্রাম ম্যানেজার রেজাউল করিম, সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি ও নওগাঁ এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী শাহ মো, শহিদুল হক প্রমুখ।

কম্বল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অসহায় শীতার্তরা। ছাতনী গ্রামের রহিমা বেগম জানান, শীত নিবারণের জন্য তার একটি কম্বলের বিশেষ প্রয়োজন ছিল। প্রচণ্ড শীতে উন্নতমানের এই কম্বল পেয়ে তিনি অত্যন্ত খুশি হয়েছেন।

উল্লেখ্য, ২০০১ সালে সংস্থাটি আমেরিকার শিকাগোতে প্রতিষ্ঠিত হয়। ২০০৭ সাল থেকে বাংলাদেশে গরিব ও অসহায় মানুষের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করে যাচ্ছে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ