ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাতক্ষীরায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৪২

প্রকাশনার সময়: ১৮ আগস্ট ২০২১, ২০:১৩

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগের দিনও উপসর্গ নিয়ে মারা গিয়েছিলেন ৩ জন।

মৃতরা হলেন, কলারোয়ার মোস্তফা হায়দার (৬২), দেবহাটার আবুল কালাম (৭৫) ও আশাশুনির ইসলাম উদ্দীন বিপু (৪৫)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে সপ্তাহ খানেক আগে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তারা মারা যান।

এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৬০৯ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৭ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ২৪৭ জনের নমুনা পরীক্ষা শেষে ৪২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ শতাংশ।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়াত জানান, জেলায় আজ পর্যন্ত ২৬ হাজার ৬০০ জনের নমুনা পরীক্ষায় ৬ হাজার ৩৭১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৫ হাজার ৫২৭ জন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ