ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে স্ত্রীর মৃত্যু

প্রকাশনার সময়: ১৫ জানুয়ারি ২০২৩, ২১:০৯

ডোমারে স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে ৫ ঘণ্টা পর শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে স্ত্রী মৃত্যু হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার চিকনমাটি সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে সকাল ৭টায় হাওয়া বেগমের স্বামী ব্যবসায়ী শাহিদ আলী প্রামানিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

স্থানীয়রা জানান, সকালে শাহিদ আলী প্রামানিক হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। পরে স্বজন ও প্রতিবেশীরা তার জানাজার জন্য মরদেহের গোসল করানোর সময় স্ত্রী হাওয়া বেগম কান্নাকাটি করা অবস্থায় শ্বাসকষ্ট দেখা দেয়। স্বজনরা দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন মৃত শাহিদ আলী প্রামানিকের বড় জামাই দুলাল হোসেন।

তিনি জানান, সকাল ৭টায় আমার শ্বশুর শাহিদ আলী ও দুপুর ১২টায় শাশুড়ি হাওয়া বেগমের মৃত্যু হয়েছে। বাদ আছর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দুজনের জানাজা শেষে দাফন করা হবে।

এ বিষয়ে ডোমার পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা বলেন, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। একইসঙ্গে এভাবে দুজনের মৃত্যু মোটেও কাম্য নয়।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ