বগুড়ার দুই আসনের উপনির্বাচনে হিরো আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে। হলফনামায় গড়মিল পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী ব্যাপক আলোচিত ও সমালোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলমের বাতিল করেন বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ( ডিসি) সাইফুল ইসলাম।
রোববার (৮ জানুয়ারি) দুপুর একটার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে এই আদেশ দেন তিনি।
জেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের ১ শতাংশ ভোটার তালিকায় গড়মিল পাওয়া গেছে। সেখানে কয়েকজন ভোটারের সমর্থন না পাওয়ায় মনোনয়ন বাতিল করা হয়েছে।
এ বিষয়ে হিরো আলমের মোবাইলে কল দিয়েও রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ