ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১, ১ রজব ১৪৪৬

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৯

প্রকাশনার সময়: ০৭ জানুয়ারি ২০২৩, ২১:৪৯

সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক অভিযান চালিয়ে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৯ আসামিকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ জানুয়ারি) সুনামগঞ্জ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার (৬ জানুয়ারি) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার লহরী গ্রামের এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মাসুক আলী, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি স্বজনশ্রী গ্রামের হানিফ উদ্দিন, ইমাম উদ্দিন, জামিনুর রহমান ও হাবিবুর রহমান, হাড়গ্রামের আবুল কালাম, জগন্নাথপুরের রুনু মিয়া, সৈয়দপুর গ্রামের মির্জা সোহেল এবং কলকলিয়া গ্রামের রায়হান মিয়া।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ