ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

নীলফামারীতে ফেনসিডিলসহ মা-ছেলে আটক 

প্রকাশনার সময়: ০৫ জানুয়ারি ২০২৩, ১২:৩১

নীলফামারীতে ১০০ বোতল ফেনসিডিলসহ সৎ মা ও ছেলেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার বাদিয়ার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দক্ষিণ গুরামারী এলাকার মনজুর আলম খোকার স্ত্রী মমিনা খাতুন এবং তার সৎ ছেলে মো. আব্দুল খালেক রনি।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতিবান্ধা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের হাতে থাকা ব্যাগের ভেতর থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১০০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কার্যক্রম চলমান রয়েছে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ