গাজীপুরের শ্রীপুরে শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দেশি-বিদেশি হাফেজ ক্বারীরা কেরাত পরিবেশন করেন। এতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেয়।
উপজেলার ভাংনাহাটি গ্রামের ঐতিহ্যবাহী হাজী আব্দুস ছাত্তার দারুল উলুম’র উদ্যোগ এই কেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়।
হাজী আব্দুস ছাত্তার দারুল উলূম’র প্রতিষ্ঠাতা হাজী আব্দুস ছাত্তারের সভাপতিত্বে ও খতিব মুফতি মোহাম্মদ সফিউল্লাহ’র পরিচালনায় কেরাত পরিবেশন করেন ক্বারী শায়েখ ক্বারী রা’ফাত হোসাইন (মিশর), শায়েখ ক্বারী সাঈদ তুসী (ইরান), শায়েখ ক্বারী আব্দুল কাবীর হায়দারী (আফগানিস্তান), শায়েখ ক্বারী আনোয়ার বিন হাসিন (মালয়েশিয়া), শায়েখ ক্বারী আব্দুল্লাহ ফিকরী (ইন্দোনেশিয়া), শায়েখ ক্বারী তৈয়ব জামাল মাজাহিরী (ভারত), শায়েখ ক্বারী সাঈদুল ইসলাম আসাদ (বাংলাদেশ), শায়েখ ক্বারী আব্দুল মালেক বিক্রমপুরী (বাংলাদেশ)।
আব্দুস ছাত্তার দারুল উলূম’র প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আব্দুস ছাত্তার বলেন, দেশ বিদেশি শতাধিক আন্তর্জাতিক ক্বারী কেরাত সম্মেলনে কোরআন তেলাওয়াত করেছে। সম্মেলনে হাজার হাজার ধর্মপ্রাণ নারী পুরুষ যোগদান করেন। হাজার হাজার মাদরাসার কোমলমতি হাফেজ শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত শুনেন।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ