থার্টি ফার্স্ট নাইট বা নতুন বছর উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি, মিছিল, গান-বাজনা, আতশবাজি, পটকাবাজি ইত্যাদি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
শনিবার (৩১ ডিসেম্বর) থেকে আগামীকাল রোববার (০১ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।
মেট্রোপলিটন কমিশনার নুরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়।
তাতে বলা হয়, শনিবার রাতে থার্টি ফার্স্ট নাইট (ইংরেজি বর্ষবরণ) উদযাপিত হবে। চলমান করোনা পরিস্থিতিতে রংপুর মেট্রোপলিটন এলাকার নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা, জনস্বাস্থ্য রক্ষা ও সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করা হবে। এ জন্য শনিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী রোববার রাত ১২টা পর্যন্ত আরপিএমপি এলাকায় জনসমাবেশ, অনুষ্ঠান, মিছিল, গান-বাজনা, ঢাক-ঢোল এবং লাউড স্পিকারের ব্যবহার, আতশবাজি, পটকাবাজি, ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহণ ও ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ