ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

দেশের মানুষ বাঁচানোই আমাদের প্রধান এজেন্ডা : কাদের

প্রকাশনার সময়: ৩১ ডিসেম্বর ২০২২, ১৫:৫৫ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২, ১৫:৫৮

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বের কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব‍্যবস্থা নেই। সুতরাং সেইদিকে যাওয়ার সুযোগ নেই। দেশে অনেক উন্নয়ন হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষ বাঁচানোই আমাদের প্রধান এজেন্ডা।

শনিবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফেনী হয়ে নিজ জেলা নোয়াখালী যাওয়ার পথে সংক্ষিপ্ত মতবিনিময়কালে এ কথা বলেছেন।

এসময় ওবায়দুল কাদের বলেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় আমরা উন্নয়নশীল দেশ হিসেবে ভালো আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকায় আমরা ধৈর্যহারা হইনি। পথ হারাইনি।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে টহসহ বলেন, আমরা অশান্তি ও সংঘাত চাইনা। কাউকে উস্কানি দিতে চাইনা। তারা (বিএনপি) আন্দোলনের নামে সহিংসতার চালিয়ে উস্কানি দিতে চাইছে। আমাদের নেতাকর্মীরা রাজ পথে থেকে সতর্ক পাহারায় ছিলো।

বিএনপির কর্মসূচি নিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপিসহ ৩৩ দলের গণমিছিল কর্মসূচি হয়েছে। ওই ৩৩ দল ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার অবস্থার দল।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তত্বাবধায়ক সরকার দুনিয়ার কোথাও নেই। নির্বাচন কমিশনের অধিনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। তখন সব কিছুই নির্বাচন কমিশনের অধিনে থাকবে। সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবেনা। কাজেই হট্টগোলের দরকার নেই। নির্বাচনে আসুন। নিবন্ধিত সকল দলকে আমি নির্বাচনে অংশ নেয়ার জন্য স্বাগত জানাই। আমি বিশ্বাস রাখি তারা (বিএনপি) শেষ পর্যন্ত নির্বাচনে আসবে।

তিনি বলেন, ঢাকা শহরে রিক্সায় উঠলেই ২০ লাগে। তাহলে মেট্রো রেলের বাড়া বেশি হলো কিভাবে। আমাদের কিছু বলার আগে নিজের চেহারা আয়নায় দেখুন। আপনাদের আজিজ কমিশন ১ কোটি ২০ লাখ ভুয়া ভোটার করেছিল। সেটি কেউ ভোলেনি।

জামায়াতের প্রতি হুশিয়ারি দিয়ে তিনি বলেন, জামায়াত সহিংসতা করলে আইনপ্রয়োগকারী সংস্থা বসে থাকবেনা। তারা সমুচিত জবাব দেবে।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ওবায়দুল কাদের হেলিকপ্টার যোগে ফেনী গার্লস ক্যাডেট কলেজে অবতরণ করেন। এ সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে প্রায় ১০ হাজার নেতা-কর্মী রাস্তার দুপাশে দাড়িয়ে ওবায়দুল কাদেরকে পুষ্পমাল্য দিয়ে অভিনন্দন জানান।

এরআগে ওবায়দুল কাদের সংক্ষিপ্ত পরিসরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এ সময় জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, দাগনভূঞাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, সোনাগাজী পৌরসভার এডভোকেট রফিকুল ইসলাম খোকন, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মো. মোস্তফা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহাম্মদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ