ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঘন কুয়াশায় ফেরি বন্ধে দৌলতদিয়া ঘাটে যানজট 

প্রকাশনার সময়: ৩১ ডিসেম্বর ২০২২, ১৪:৩৭

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে দীর্ঘ ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা কুয়াশা কেটে গেলে পুনরায় এই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।

এরআগে শুক্রবার দিবাগত রাত ১টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। যে কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। হঠাৎ ফেরি বন্ধের কারণে ঘাট এলাকায় আটকা পড়ে প্রায় তিন থেকে চার শতাধিক যানবাহন। এর মধ্যে যাত্রীবাহী পরিবহনের পাশাপাশি মালবাহী ট্রাকের সংখ্যাটয় বেশি। এতে প্রচণ্ড শীতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

সরেজমিনে সকাল ১০টায় ঘাট এলাকা ঘুরে দেখা যায়, ঘন কুয়াশায় আচ্ছন্ন দৌলতদিয়া ফেরিঘাট। পুরো নদী ঘিরেই রয়েছে কুয়াশার আবরণ। ফেরি বন্ধ থাকায় ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের দৌলতদিয়া পরিবহনের টিকিট কাউন্টার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে দুই লাইনে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকের সাড়ি সৃষ্টি হয়েছে। আটকে পড়া যানবাহনের চালক ও যাত্রীরা পড়েন দুর্ভোগে।

বিআইডব্লিউটিসি অফিস সূত্রে জানা যায়, ঘন কুয়াশায় রাত ১টার পর পাটুরিয়া থেকে ছেড়ে আসা ৩টি ফেরি কুয়াশার ঘনত্বের কারণে মাঝ নদীতে নোঙর করে।

এ দিকে দৌলতদিয়া ঘাটের সিরিয়ালে আটকে থাকা কুষ্টিয়া থেকে আসা ট্রাক ড্রাইভার আনোয়ার মোল্লা বলেন, রাত দেড়টা থেকে ঘাটে আটকা পড়ে আছি। ঘন কুয়াশায় হঠাৎ ফেরি বন্ধ হয়ে যাওয়ার কারণে নদী পার হতে পারিনি। ফেরি বন্ধ থাকায় আমার অনেক ক্ষতি হয়ে গেল। সময়মত মাল ডেলিভারি দিতে পারলাম না।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যিবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে শুক্রবার রাত ১টা থেকে পদ্মা নদীতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে শনিবার বেলা ১১টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এ নৌপথে ছোট-বড় ১১টি ফেরি চলাচল করছে।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ