নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীর বাহিরডাঙ্গা ঘাটে নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ১০ জন।
শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ৭টার দিকে কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা খেয়া ঘাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালিয়া উপজেলার বাহিরডাঙ্গার এনামুল মন্ডলের মেয়ে নাজমা বেগম (২৫) ও তার তিন বছরের শিশুপুত্র নাছিম শেখ।
বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাসমীম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাত সাড়ে ৭টায় কালিয়ার বাহিরডাঙ্গা খেয়া পারের সময় নৌকা ডুবিতে দুইজনের মৃতু হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জনকে উদ্ধার করা হয়েছে।
কালিয়া পৌরসভার বাসিন্দা মো. ফসিয়ার রহমান বলেন, নাজমা বেগম ছেলে নাছিমকে নিয়ে কালিয়ার বাহিরডাঙ্গা গ্রামে বাবার বাড়ি মৃত দাদিকে দেখতে যাচ্ছিলেন। খেয়া পারের সময় অতিরিক্তি যাত্রী ছিল বলে এ দুর্ঘটনা ঘটেছে।
কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ম্যানেজার আব্দুল হান্নান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এখনো নিখোঁজ আট থেকে ১০ জন। নদীতে স্রোতের কারণে আমাদের উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাসমীম বলেন, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার প্রক্রিয়া চলমান এবং মৃতদের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ