ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাটির নিচে মিলল সাড়ে ৩ কেজি ওজনের মূর্তি

প্রকাশনার সময়: ৩০ ডিসেম্বর ২০২২, ২১:৫৭ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২, ২২:০৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে ৩ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি পাওয়া গেছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাটাবাড়ির কাটাবাড়ি গ্রামের সৈয়দ মকবুল আলীর খননকৃত জমি থেকে মূর্তিটি পাওয়া যায়।

স্থানীয়রা জানান, কাটাবাড়ি গ্রামের সৈয়দ মকবুল আলীর ভিটে জমি ভেকু দিয়ে খননের সময় কালো রঙের ওই মূর্তিটি পাওয়া যায়। শ্রমিকরা গোপনে মূর্তিটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের মধ্যে জানাজানি হয়। পরে স্থানীয়রা মূর্তিটি উদ্ধার করে ইউপি চেয়ারম্যানের কাছে জমা দেন।

এ বিষয়ে কাটাবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জোবায়ের হাসান মো. শফিক মাহমুদ বলেন, স্থানীয়রা ওই মূর্তিটি শ্রমিকদের কাছ থেকে উদ্ধার করে আমার কাছে জমা দেয়। পরে ফাঁড়ি পুলিশকে খবর দিয়ে তাদের কাছে এটি হস্তান্তর করা হবে।

গোবিন্দগঞ্জের বৈরাগীর হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী জানান, ওই মূর্তিটি কষ্টিপাথর কিনা তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের খবর দেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে মূর্তিটি কিসের।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ