ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শ্রীপুরে সাংবাদিকের ওপর হামলা

প্রকাশনার সময়: ৩০ ডিসেম্বর ২০২২, ২১:২৮
আহত সাংবাদিক এমএম ফারুক

গাজীপুরের শ্রীপুরে দৈনিক ইত্তেফাক পত্রিকার শ্রীপুর সংবাদদাতা এমএম ফারুকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর পৌরসভার নিজ বাড়ির অদূরে শ্রীপুর-গোসিংগা সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।

সাংবাদিক এমএম ফারুক (৫৭) উপজেলার শ্রীপুর গ্রামের মৃত এমএ হাকিমের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত দৈনিক ইত্তেফাক পত্রিকার শ্রীপুর সংবাদদাতা হিসেবে কর্মরত আছেন।

অভিযুক্তরা হলেন, একই গ্রামের নাজির আহম্মেদ মুক্তারের ছেলে এহসানুল হাকিম বনি (৩০) ও তার সহযোগী মো. আল আমিন (২৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত বনি দীর্ঘদিন যাবৎ এমএম ফারুকের সঙ্গে শত্রুতা পোষণ করে আসছে। আজ শুক্রবার দুপুর দিকে জুমার নামাজ পড়তে বের হন তিনি। এসময় বনি ও তার সহযোগিরা তার পথরোধ করে তাকে এলোপাতাড়ি মারপিট করে দুই হাটুর নিচে ফাটিয়ে দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

আহত সাংবাদিক এম এম ফারুক বলেন, অভিযুক্ত বনি গাজীপুর জেলা আদালতের একজন আইনজীবী। তার পেশাগত প্রভাব খাটিয়ে দীর্ঘদিন যাবত আমাকে হয়রানি করছে। গত ২৩ ডিসেম্বর বনি ও তার সহযোগিরা আমার বসতবাড়ির সীমানা টিনের বেড়া ভাঙচুর করে টিন খুলে নিয়ে যায়। এ ঘটনায় আমি শ্রীপুর থানায় অভিযোগ দিলেও গত ৭ দিনেও অভিযোগটি এফআইআর ভুক্ত হয়নি। উল্টো বনি গাজীপুর আদালতে আমার পরিবারের বিরুদ্ধে একটি সাজানো মামলা করে হয়রানি করছে।

অভিযুক্ত এহসানুল হাকিম বনি অভিযোগ অস্বীকার করে বলেন, মারধরের বিষয়টি সঠিক নয়। আমি তাকে মারধর করিনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় আইগত পদক্ষেপ নেয়া হবে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ