ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

প্রকাশনার সময়: ৩০ ডিসেম্বর ২০২২, ২০:০৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে পানিতে ডুবে আব্দুল খালেক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার গোমস্তাপুর সদর ইউনিয়ন পরিষদের পেছনের একটি বিলে এ ঘটনা ঘটে।

আব্দুল খালেক গোমস্তাপুর সদর ইউনিয়নের রাজারাজমপুর গ্রামের তাজেমুল হকের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে বালুগ্রাম বোর্ড বাজারের চায়ের দোকানে চা খায় আব্দুল খালেক। এরপর প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ইউনিয়ন পরিষদের পেছনের একটি বিলের ধারে যায় সে। সেখানে সকাল ১০টার দিকে তাকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয় বাসিন্দারা মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজন আরিফুল ইসলাম বলেন, নিহত আব্দুল খালেক মানসিক প্রতিবন্ধী ও মৃগী রোগে আক্রান্ত ছিল। আমাদের ধারণা, বিলের ধারে গেলে হঠাৎ মৃগী রোগ উঠলে সে পানিতে পড়ে ডুবে মারা যায়।

গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, নিহতের পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, আব্দুল খালেক মানসিক প্রতিবন্ধী ছিল। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ