ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশ সারা বিশ্বের কাছে রোল মডেল : প্রতিমন্ত্রী

প্রকাশনার সময়: ৩০ ডিসেম্বর ২০২২, ১৯:৪৩

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটি রোল মডেল। বাংলাদেশের উন্নতির কথা বিশ্ব কখনো ভাবতেও পারেনি। আমি আশা করছি, আগামী বছর আমাদের আরও ভালো যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় দেশ আজ এগিয়ে চলছে। বিশ্ব পরিস্থিতি মোকাবিলা করেও বাংলাদেশ উন্নতির পথে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) ঢাকার কেরানীগঞ্জের আগানগরে শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, চলুন, আমরা সবাই মিলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করি। দেশকে উন্নতির শিখরে নিয়ে যাই। আমি সবাইকে আগামি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম. ই মামুন, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু, সাধারণ সম্পাদক জাকির আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম প্রমুখ।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ