বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ২.৩০ ঘটিকায় উপজেলার ছাতিয়ানগ্রাম বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদের মেইন গেট ও বারান্দায় ৪টি পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার পরিষদের কার্যক্রম শেষ করে সকলে চলে গেলে গ্রাম পুলিশ ইউনিয়ন কার্যালয় বন্ধ করে চলে যায়। পরে রাত ২.৩০ ঘটিকার সময় পর পর ৪টি পেট্রোল বোমা বিস্ফোরণ হলে বিকট শব্দে আসেপাশের লোকজন এগিয়ে আসে। ঘটনাস্থলে বিভিন্ন কাচের টুকরো পড়ে থাকতে দেখা যায় ও পেট্রোলের গন্ধ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, খবর পেয়ে রাতেই ছুটে গিয়েছি। সেখানে কাঁচের টুকরো ও তেলের গন্ধ পাওয়া গেছে। তদন্ত করে সঠিক ঘটনা বের করা হবে।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ