ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগুনে বাড়িঘর পুড়ে যাওয়া হাসেম ঘুরছে দ্বারে দ্বারে

প্রকাশনার সময়: ২৯ ডিসেম্বর ২০২২, ১৮:১৭

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের দক্ষিণ নগর গ্রামের হাসেম উদ্দীনের বসতঘর সহ ৫টি ঘর এবং সকল আসবাবপত্র আগুনে পুড়ে যাওয়ায় আর্থিক সহায়তা চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। হাসেম উদ্দীন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন বরাবর আর্থিক সহায়তা চেয়ে একটি লিখিত আবেদন করেছেন।

স্থানীয় ইউপি সদস্য জালাল উদ্দিন বলেন, ক্ষতিগ্রস্ত ঘরগুলো টিনশেডের ছিল। সব শেষ হয়ে গেছে। তারা খোলা আকাশের নিচে বসবাস করছে। আগুন তাদের সর্বনাশ করে ফেলেছে।

উপজেলার দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দীন ভুঁইয়া বলেন, আগুনে ৫টি বসতঘর সহ সকল আসবাবপত্র পুড়ে গেছে। আগুনে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মধ্যরাতে আগুন লাগায় কিছুই রক্ষা করতে পারেনি তারা। যা ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন বলেন, হাসেম উদ্দিনের বসতঘর সহ সকল কিছু আগুনে পুড়ে যাওয়ায় আর্থিক সহায়তা চেয়ে আবেদনের কপিটি হাতে পেয়েছি। অতিদ্রুত তার বাড়ি পরিদর্শন করে আর্থিক সহায়তার ব্যাবস্থা করা হবে।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর আগুনের বাড়িঘর পুড়ে যায়।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ