ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে গভীর রাতে টোল আদায় বন্ধ রাখায় স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারেনি। এতে করে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে ১৫ কিলোমিটার এলাকায় যানবাহন চলাচল করতে পারেনি।
এদিকে মহাসড়কে যানজটের কারণে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পরিবহনগুলোকে বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্ত্বর থেকে ভুঞাপুর দিয়ে আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঘুরে যেতে দেখা গেছে।
জানা গেছে, অতিরিক্ত ঘন কুয়াশায় সেতুর ওপর দুর্ঘটনা এড়াতে বুধবার রাত ১২টা থেকে রাত ২টা পর্যন্ত পূর্ব ও পশ্চিম টোল প্লাজায় বুথগুলো বন্ধ রাখা হয়। পরে মহাসড়কে গাড়ির দীর্ঘ লাইন ও যানজট সৃষ্টি হওয়ায় উভয়পাড়ে ১৪টি টোল বুথের মধ্যে সেতুর পূর্ব পাড়ে ২টি ও পশ্চিমের ২টি টোল বুথ খোলা রাখা হয়। এখনও ঘন কুয়াশা থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে।
এ প্রসঙ্গে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, কয়েকদিন ধরেই ঘন কুয়াশার কারণে সেতুতে টোল আদায় বন্ধ থাকায় সকালের দিকে মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। তবে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ