ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন

প্রকাশনার সময়: ২৮ ডিসেম্বর ২০২২, ২৩:৪৩

নাটোরের গুরুদাসপুরে বিয়ের দাবিতে প্রেমিক রাকিবের (২০) বাড়িতে অনশনে বসেছেন এক কিশোরী।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মেয়েটি উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্র নগরের রাকিবের বাড়িতে অবস্থান নেন। এরপর থেকেই মেয়েটি অনশনে আছেন।

খবর পেয়ে প্রেমিক রাকিব পলাতক রয়েছেন। সে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্র নগর গ্রামের কৃষক আতাউর শেখের ছেলে।

রাকিবের প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার দুপুর ১ টার দিকে রাকিবের বান্ধবী পরিচয় দিয়ে মেয়েটি বাসায় আসে। সে সময় রাকিব বাসায় ছিল না। পরে মেয়েটি জানায় তার সঙ্গে রাকিবের প্রেমের সম্পর্ক রয়েছে। রাকিব তাকে বাসায় আসতে বলেছে। এখন বিয়ে না করা পর্যন্ত সে বাসায় অবস্থান করবে।

তরুণী জানান, তিনি ও তার প্রেমিক একই প্রতিষ্ঠানে লেখাপড়ার সূত্র ধরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৫ বছর ধরে প্রেমের সম্পর্ক চলাকালে রাকিব একাধিক বার বিয়ের প্রলোভন দেখিয়েছে। সম্প্রতি রাকিব যোগাযোগ বন্ধ করে দিলে বাধ্য হয়ে বিয়ের দাবিতে তিনি রাকিবের বাসায় অবস্থান নিয়েছেন।

মুঠোফোনে প্রেমিক রাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে সম্পর্ক স্বীকার করে সে জানায়, লেখাপড়া করছি। বিয়ের বয়স হয়নি। দুজনে প্রাপ্তবয়স্ক হলে পারিবারিকভাবে বিয়ে হবে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম বলেন, বিষয়টি তিনি জেনেছেন। তবে কোনো পক্ষই তার সঙ্গে যোগাযোগ করেনি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ