দুর্ঘটনায় প্রাণ হারানোর ৩৮ দিন পর নিজ গ্রামের মাটিতে দাফন সম্পন্ন হয়েছে দোবাই প্রবাসী রেজাউল করিম রাজু আহমেদের (২৪)। গত ২১ নভেম্বর নির্মাণাধীন বহুতল ভবন থেকে পরে মৃত্যু হয়েছিল তার।
বুধবার (২৮ ডিসেম্বর) সকালের একটি ফ্লাইটে রাজুর মরদেহের কফিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১২টার দিকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
নিহত রাজু নেত্রকোণার কেন্দুয়ার পাইকুড়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মজলু ভূঁইয়ার ছেলে।
আসরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহত রাজুর দাফনকাজ সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করে তার চাচা মোখলেছুর রহমান বাবুল জানান, কিছুদিন আগেই রাজু দোবাই গিয়েছিল। সেখানে সে নির্মাণ শ্রমিকের কাজ করত। গত ২১ নভেম্বর নির্মাণাধীন বহুতল ভবন থেকে পরে গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ