ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পৌনে ৫ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

প্রকাশনার সময়: ২৮ ডিসেম্বর ২০২২, ১৪:২৩

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ। মাঝ নদীতে ঘন কুয়াশায় আটকে যায় ছোট-বড় ৩টি ফেরি। পৌনে ৫ ঘণ্টা পর কুয়াশার পরিমাণ কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বুধবার (২৮ ডিসেম্বর) ভোর ৬টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ‍্য) মো. সালাউদ্দিন ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা থেকে নদীপথে কুয়াশা বাড়তে থাকে। তবে ভোরের দিকে কুয়াশা ঘনত্ব আরও বেড়ে যায়। এতে নদী পথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যায়। এছাড়া কুয়াশায় ফেরির দিকনির্দেশক বাতি দিয়েও দূরের পথ দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ভোর ৬টা থেকে ফেরি বন্ধের নির্দেশ দেয়। এরই মধ্যে মাঝ নদীতে আটকে পড়ে ছোট-বড় ৩টি ফেরি। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় সকাল পৌনে ১১ টা হতে ফেরি চলাচল শুরু হয়।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ