হবিগঞ্জের মাধবপুরে কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বেজুড়া গ্রামের আপ্তাব হোসেনের ছেলে সোহাগ মিয়া (২০) ও ইমাম হোসেনের ছেলে শুভ মিয়া (১৮)। তারা আপন চাচাতো ভাই।
স্থানীয়রা জানান, সোহাগ ও শুভ মোটরসাইকেলযোগে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। রাত সাড়ে ১১টায় মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পৌঁছার পর সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে দুইজন গুরুতর আহত হন। তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্যকম প্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল ইসলাম জানান, মাধবপুরে কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ