ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

প্রকাশনার সময়: ২৮ ডিসেম্বর ২০২২, ০৯:১৮ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২, ০৯:২৩
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর দেওলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে সাড়ে ৭টার সময় আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন দেউলিয়াবাড়ি এলকার ঝুট গোডাউনে আগুন দেখতে পায়। এলাকাবাসী প্রথমে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মিরাজুল ইসলাম বলেন, বুধবার সকাল ৭টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাই। এখন ডিবিএলের ১ ইউনিট ও জয়দেবপুরের ২ ইউনিটসহ মোট ৩টি ইউনিট কাজ করছে। আগুনের ভয়াবহতা খুব বেশি না। আশা করছি দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসবে।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ