ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তাহিরপুরে কম্বাইন্ড হারভেস্টার ও মাড়াইমেশিন বিতরণ

প্রকাশনার সময়: ২৭ ডিসেম্বর ২০২২, ২০:৫৩

তাহিরপুরে কৃষকদের মাঝে দুটি কম্বাইন্ড হারভেস্টার ও একটি মাড়াইমেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি অধিদফতরের আয়োজনে দুজন কৃষককে দুটি কম্বাইন্ড হারভেস্টার ও একজন কৃষককে একটি মাড়াইমেশিন দেওয়া হয়। কৃষকদের হাতে এগুলো তুলে দেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা।

কম্বাইন্ড হারভেস্টার পাওয়া দুই কৃষক হলেন, উপজেলার সদর ইউনিয়নের চিকসা গ্রামের বিধান সরকার, উত্তর শ্রীপুর ইউনিয়নের পুটিয়া গ্রামের মুস্তফা আহমদ। মাড়াইমেশিন পাওয়া কৃষক হলেন উপজেলার বালিজরী ইউনিয়নের পাতারী গ্রামের ফারুক আহমেদ নুরী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ-দৌলা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ সালাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, সহকারী মেডিকেল অফিসার ফয়েজ আহমদ নুরী, সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, রোকন উদ্দিন, শওকত হাসান ও আবুল হাসনাত রাহুল প্রমুখ।

তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ-দৌলা বলেন, কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কৃষক একইসঙ্গে ধান কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তা ভর্তি করতে পারবেন। ফলে কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে এবং কৃষকের আয় বাড়বে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ