ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বগুড়ায় দইয়ে নিষিদ্ধ স্যাকারিন ব্যবহারে জরিমানা

প্রকাশনার সময়: ২৭ ডিসেম্বর ২০২২, ১৯:৫৬

বগুড়ার শেরপুরে দই তৈরিতে নিষিদ্ধ স্যাকারিন ব্যবহারের অভিযোগে এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে শেরপুর উপজেলার হাজিপুর এলাকায় অভিযান চলাকালে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে শেরপুরে উপজেলার হাজিপুর এলাকার সিজান দই ঘরে অভিযান চালানো হয়। অভিযানে দইয়ে চিনির পরিবর্তে নিষিদ্ধ স্যাকারিনের প্রমাণ পাওয়া যায়। পরে সিজান দই ঘরের মালিক বাদশা মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর পাশাপাশি ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয় বলেও জানান তিনি।

অভিযানে জেলা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ