ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কুড়িগ্রামে সৈয়দ হকের ৮৭তম জন্মদিন পালন

প্রকাশনার সময়: ২৭ ডিসেম্বর ২০২২, ১৯:৪২

কুড়িগ্রামে নানা আয়োজনে দেশবরেণ্য কথা সাহিত্যিক, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৭তম জন্মদিন পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় কুড়িগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাস সংলগ্ন কবির সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, পৌর মেয়র কাজিউল ইসলাম, কবি পুত্র দ্বিতীয় সৈয়দ হক, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ।

কবির জন্মদিন উপলক্ষ্যে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে মেলার আয়োজন করা হয়। দিনভর চলে এ মেলা। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহম্মদ সাইদুল আরীফ।

সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম শহরের থানা পাড়ায় জন্মগ্রহণ করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কবির মৃত্যু হলে কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে কুড়িগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাস চত্বরে তাকে সমাধিস্থ করা হয়।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ