ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

দশমিনায় ইউপি নির্বাচনে আ’লীগের সরব উপস্থিতি 

প্রকাশনার সময়: ২৭ ডিসেম্বর ২০২২, ১৯:৩৩ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২, ১৯:৩৬

আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে পটুয়াখালীর দশমিনা উপজেলার ১নং রনগোপালদী ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইতোমধ্যে জমে উঠেছে নির্বাচনের মাঠ। নির্বাচনী প্রচারণার শেষ সময়ে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এ দিকে জেলার একমাত্র ইউপি নির্বাচনে আওয়ামী লীগের সরব উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টায় প্রচারণার শেষ সময়ে স্থানীয় গুলি আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠের পথ সভায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের পক্ষে প্রচারণায় নামে জেলা আওয়ামী লীগ। এ সময় জেলা আওয়ামী নেতাদের উপস্থিতিতে হাজার হাজার মানুষের ঢল নামে।

স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় রনগোপালদী ইউপি আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) জনাব মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন।

পথ সভার বক্তব্যে প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। আপনারা নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। শেখ হাসিনা আমাদের দেশকে স্বল্প আয়ের দেশকে ধীরে ধীরে উচ্চ আয়ের দেশে পরিণত করছেন। আমাদের এই মমতাময়ী নেত্রী যেনো কোন ভাবে কষ্ট না পায়। তিনি আমাদের যেভাবে ভালোবাসা দিয়েছেন আমরাও যেনো তার সম্মান রাখতে পারি সেই দিকে সবার খেয়াল রাখতে হবে।

এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, দশমিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল আজিজ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটন। এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. সবির গাজী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হৃদয় আশিষ, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ জেলা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরা।

এ দিকে ১৪,৭০৯ জন ভোটারের বিপরীতে চেয়ারম্যান পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও ৯টি ওয়ার্ডে মোট ২৯ জন সদস্য ও সংরক্ষিত নারী সদস্য হিসেবে প্রতিদিন করবেন মোট ১০ জন নারী সদস্য প্রার্থী।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ