চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান ভারতের দিল্লির এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। দর্শনা পৌর পরিষদসহ সকল কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ৩ দিনের শোক ঘোষণা করা হয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনার পৌরসভার প্যানেল মেয়র মো. রবিউল হক সুমন। তিনি বলেন, মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটের ভারতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
প্যানেল মেয়র আরও বলেন, মেয়র মতিয়ার রহমান লিভার সিরোসিসের রোগী ছিলেন। চিকিৎসকরা লিভার প্রতিস্থাপন করতে হবে বলে জানিয়েছিলেন। বিভিন্ন জায়গায় চেষ্টা করেও লিভার মেলাতে পারেননি। অবশেষে তার স্ত্রী রোজী রহমানের সঙ্গে লিভার শতভাগ মিলে যায়। গত ২৪ নভেম্বর ভারতের দিল্লির এ্যাপোলো হাসপাতালে টানা ১২ ঘণ্টার অস্ত্রোপচার শেষে লিভার প্রতিস্থাপন সফল হয়। নিজের জীবন বিপন্ন করে স্বামীকে নিজের লিভার দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেও শেষ পর্যন্ত বাঁচানো গেলো না তাকে। তবে তার স্ত্রীকে ছাড়পত্র দেয়া হয়েছে। তিনি সুস্থ আছেন।
চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু বলেন, মেয়র মতিয়ার রহমান দর্শনা থানা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। দর্শনাকে উপজেলা করার আন্দোলনও তিনি শুরু করেছিলেন। এর মধ্যেই অসুস্থ হয়ে ভারতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ দেশের নেয়ার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, মতিয়ার রহমান ১৯৯৯ সালে সর্বপ্রথম দর্শনা পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৫, ২০১১ ও সর্বশেষ ২০২১ সালে একই পৌরসভার মেয়র নির্বাচিত হন।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ