ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ধামরাইয়ে যাত্রীবাহী বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে আহত ৩০

প্রকাশনার সময়: ২৭ ডিসেম্বর ২০২২, ১২:৪৭

ঢাকার ধামরাইয়ে ওভারটেকিং করতে গিয়ে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এতে বাসটির যাত্রীসহ ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, সকালে ধামরাইয়ের বালিথা এলাকায় ঢাকা থেকে আরিচাগামী কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রীসহ অন্তত ৩০ জন আহত হন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি। কেউ মারা গেছেন এমন কোনো খবর পাইনি।

তিনি আরও বলেন, আরিচাগামী কাভার্ডভ্যানটি দ্রুতগতিতে ওভারটেকিং করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে বলে আমাদের ধারণা। কাভার্ডভ্যানের চালককেও আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ