রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে নিজ কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বিকল হওয়ায় প্রথমে ভোট দিতে গিয়ে বিপাকে পড়েন সদ্য সাবেক মেয়র ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। তবে দ্বিতীয়বার তিনি ভোট দিতে সক্ষম হন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরুর পরপর নগরীর আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে যান মোস্তফা। প্রথমে অনেক চেষ্টা করেও তিনি ভোট দিতে পারেননি। পরে অবশ্য দ্বিতীয় দফার চেষ্টায় তিনি সফল হন।
এ সময় জাতীয় পার্টির প্রার্থী ক্ষোভ প্রকাশ করেন। ইভিএমের এই সমস্যার দ্রুত সমাধানের জন্য তিনি নির্বাচন কমিশনের কাছে আহবান জানান।
ভোট দিয়ে মোস্তফা বলেন, জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী। গত মেয়াদে রংপুরের মানুষ আমাকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করিয়েছে। এই পাঁচ বছরে রংপুরের যে উন্নয়ন হয়েছে তার মূল্যায়নে এবারও বিপুল ভোটে বিজয়ী হব বলে আশা করছি।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ