ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তাহিরপুরে ভারতীয় চোরাই কয়লার চালান আটক

প্রকাশনার সময়: ২৬ ডিসেম্বর ২০২২, ২২:৫২

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় চোরাই কয়লার চালান আটক করেছে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, টেকেরঘাট বিওপির নিয়মিত একটি টহল দল সোমবার রাতে সীমান্ত মেইন পিলার ১১৯৮ এর নিকট হতে আনুমানিক ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমাছড়া নামকস্থান হতে ৬ হাজার কেজি ভারতীয় কয়লা আটক করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

অপরদিকে, চারাগাঁও বিওপির টহল দল সোমবার রাতে সীমান্ত পিলার ১১৯৫/৩-এস এর নিকট হতে আনুমানিক ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও নামকস্থান হতে ১ হাজার কেজি ভারতীয় কয়লা আটক করে। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।

এদিকে বালিয়াঘাটা বিওপির টহল দল সোমবার রাতেই সীমান্ত পিলার ১১৯৭/৩-এস এর নিকট হতে আনুমানিক ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের পশ্চিম লাকমা নামক স্থান হতে ২ হাজার কেজি ভারতীয় কয়লা আটক করে। যার আনুমানিক মূল্য ৪০হাজার টাকা।

বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো. মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ