ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

কলাপাড়ায় বিদ্যুৎ কেন্দ্রে চায়না শ্রমিকের মৃত্যু

প্রকাশনার সময়: ২৫ ডিসেম্বর ২০২২, ২০:৩৩

পটুয়াখালীয় কলাপাড়ায় নির্মাণাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্রের বয়লার চুল্লি থেকে পড়ে ঝাউ জো পিং (৫২) নামে এক চায়না শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে ধানখালী ইউনিয়নের (আরপিসিএল) তাপ বিদ্যুৎ কেন্দ্রে এ ঘটনা ঘটে। তিনি ওই বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের খাবার পরে বেশ কিছু চায়নিজ শ্রমিক ও বাঙালি শ্রমিক ওই বিদ্যুৎ কেন্দ্রের বয়লারের চুল্লিতে (৮৬ ফুট উপরে) কাজ করতে ওঠে। এ সময় জো পিং চুল্লি থেকে নিচে পড়ে যায়। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে চিনা এই নাগরিক ঠিক কিভাবে উপর থেকে নিচে পড়েছেন সে বিষয় কেউ নিশ্চত করতে পারেনি।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ