ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই নারীসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।
শনিবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ লক্ষ ৫০ হাজার টাকার মূল্যমানের ১,৬৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ০৪টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ ১,২১০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. আল আমিন বেপারী (২৫), মো. সায়াদ হাসান শুভ (২৪), মোসা. রত্মা আক্তার (২৭) ও মোসা. সুলতানা আক্তার (২৮)।
র্যাব-১০ মিডিয়া সেল থেকে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়, এরা পেশাদার মাদক কারবারি। কেরানীগঞ্জের আশেপাশে বেশ কিছুদিন যাবৎ ইয়াবাসহ অন্যান্য মাদক বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের মাদকসহ গ্রেফতার করা হয়। মাদক আইনে র্যাবের এক সদস্য বাদী হয়ে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের দক্ষিণ কেরানীগঞ্জ থানা হস্তান্তর করেছে।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ