ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পদ্মার ১ বাগাড় মাছের দাম ৩৫ হাজার

প্রকাশনার সময়: ২৫ ডিসেম্বর ২০২২, ১৬:৪৫

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর ৭ নম্বর ফেরিঘাট এলাকায় এক জেলের জালে ২৭ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। যার দাম হয়েছে ৩৫ হাজার ১০০ টাকা।

রোববার (২৫ ডিসেম্বর) ভোরের দিকে রাজবাড়ী জেলার বহরপুর ইউনিয়নের জেলে নুরাল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে নুরাল হালদার খুব ভোরে নদীতে জাল ফেললে বড় বাগাড় মাছটি ধরা পরে। মাছটি জাল থেকে ছাড়িয়ে সকাল ৮ টার দিকে বিক্রির জন্য দৌলতদিয়া বাজারের কেচমত মোল্লার আড়তে নিয়ে আসলে উৎসুক জনতা মাছটি দেখতে ভিড় জমায়। সেখানে মাছ কিনতে আসা দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৩৫ হাজার ১০০ টাকায় মাছটি বিক্রি করে দেয় জেলে নুরাল হালদার।

দৌলতদিয়ার ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মোট ৩৫ হাজার ১০০ টাকা দিয়ে মাছটি কিনে নিয়েছি। মাছটি বিক্রি করার জন‍্য বিভিন্ন জায়গায় মুঠোফোনে যোগাযোগ করছি। মাছটি সামান্য কিছু লাভ রেখে বিক্রি করে দেওয়া হবে।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ