ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস

প্রকাশনার সময়: ২৫ ডিসেম্বর ২০২২, ১২:১১

উত্তরের জেলা দিনাজপুরে তাপমাত্রা কমার পাশাপাশি দেখা দিয়েছে শীতের প্রকোপ। রাস্তাঘাটে মানুষজন গরম কাপড় পড়ে চলাচল করছে। আগের দিন সন্ধ্যা থেকেই পরের দিন সকাল পর্যন্ত চলাচল একেবারেই কম। সেই সঙ্গে এই সময়টাতে ঘন কুয়াশায় চাদরে ঢাকা পড়ছে চারপাশ। সকাল থেকে এখন পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। মেঘের ভিতর লুকোচুরি খেলছে সূর্য।

এ জেলায় চলতি বছরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা জানান, আগামী কয়েকদিনের মধ্যে এই জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরেই দিনাজপুরের তাপমাত্রা নিচে নেমে যাচ্ছিল। শনিবার এ জেলা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবারের তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান জানান, কয়েকদিন শৈত্যপ্রবাহ বিরাজ করবে এই অঞ্চলে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও রয়েছে।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ