ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ১৬০ কিশোর

প্রকাশনার সময়: ২৫ ডিসেম্বর ২০২২, ১২:০৭

টানা ৪০ দিন মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে কুমিল্লার ১৬০ শিশু পুরস্কার পেয়েছে। ‘পরিবর্তন’ সমাজসেবা ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপজেলার দারোরা, হোসেনপুর, সাকুচ এবং কেগলা গ্রামের ১৬০ শিশু-কিশোরকে ২৩ ডিসেম্বর এই পুরস্কার দেওয়া হয়।

‘চলো মসজিদে যাই, জামায়াতে শরিক হই’ কার্যক্রমটি সফল করতে ২৮০ জন শিশু অংশগ্রহণ করলেও শেষ পর্যন্ত ১৬০ শিশু টানা ৪০ দিন জামায়াতের সঙ্গে নামাজ আদায় করতে পেরেছে। এর মধ্যে ২২ জনকে বাইসাইকেল, একজনকে সেলাইমেশিন, ৫ জনকে শিক্ষা বৃত্তি, ৯২ জনকে বুক সেলফ ও ৪০ জনকে বই বিতরণ করা হয়।

ওই দিন সকালে দারোরা জামেয়া আলতাফিয়া মাদরাসা মাঠে সংগঠনের উপদেষ্টা হাফেজ মাওলানা আহমদ উল্লাহর সভাপতিত্বে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য, পরিবর্তন সমাজসেবা ফাউন্ডেশন দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, রক্ত সংগ্রহ, রমজানে ইফতার বিতরণ, সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণসহ বিভিন্ন কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদের পুরস্কার দিয়ে থাকে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ