কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম ঈশ্বরদীতে অবস্থিত ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের অভ্যন্তরে বিভিন্ন গবেষণা মাঠ পরিদর্শন ও বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে ঈশ্বরদীতে বিভিন্ন গবেষণা মাঠ পরিদর্শন শেষে কৃষি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা করেন।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের পরিচালক মহিউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম।
এরপর কৃষি সচিব বাংলাদেশের কৃষি উন্নয়নে অসামান্য অবদানের জন্য উপজেলার বক্তারপুরে এআইপি পদকপ্রাপ্ত আলহাজ মো. শাহজাহান আলী পেঁপে বাদশার পলিনেট নেট হাউজের কৃষি আবাদ ও অপর এআইপি পদকপ্রাপ্ত নূরুন্নাহার বেগমের কৃষি খামার পরিদর্শন করেন। পরে ঈশ্বরদীতে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব সাবিহা পারভিন, বিএআরআইয়ের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার , কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বেনজীর আলম, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. ওমর আলী, ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক মহিউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ অধিদফতর খামারবাড়ী পাবনার উপ-পরিচালক ড. মো. সাইফুল আলম, উপজেলা নির্বাহী অফিসার পি.এম. ইমরুল কায়েস, ডাল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলতাব হোসেন ও ড. এফ.এম. আব্দুর রউফ, উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার প্রমুখ।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ