ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

রাজাপুরে ব্যাংক কর্মকর্তাসহ ৭ জুয়াড়ি আটক

প্রকাশনার সময়: ২৩ ডিসেম্বর ২০২২, ২০:০২

ঝালকাঠির রাজাপুরে ব্যাংক কর্মকর্তাসহ সাত জুয়াড়িকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৭৫ হাজার টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তরতারাবুনিয়া এলাকার মোহাম্মদ মাকিদ খানের বসতঘর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, বরিশালের মেহেন্দীগঞ্জ পূবালী ব্যাংক শাখায় ক্যাশিয়ার এবং কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকার মো. বেলায়েত আকনের ছেলে মো. আল-মামুন ওরফে শামীম, উপজেলার সাতুরিয়া ইউনিয়নের তারাবুনিয়া এলাকার মো. গনি জমাদ্দারের ছেলে মো. কামরুল হোসেন জমাদ্দার, মো. রশিদ জমাদ্দারের ছেলে মো. মজিবর জমাদ্দার, পার্শ্ববর্তী কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকার মো. ইউসুব হাওলাদারের ছেলে মো. মহিদুল ইসলাম বাবু, আব্দুস সোবাহান হাওলাদারের ছেলে মো. দুলাল হাওলাদার, মোকসেদ আলী খানের ছেলে মো. মহিদুল ইসলাম জমাদ্দার, মো. কাওসার সরদারের ছেলে মো. ইমাদুল সরদার।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, তাদের বিরুদ্ধে জুয়াড়ি আইনে মামলার প্রস্তুতি চলছে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ