ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মানিকগঞ্জে প্রগতি পাঠাগার নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশনার সময়: ২৩ ডিসেম্বর ২০২২, ১৮:৪১

মানিকগঞ্জে প্রগতি পাঠাগারের নামে ক্রয়কৃত দুই শতাংশ জায়গায় ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বরঙ্গখোলা গ্রামবাসীর উদ্যোগে পাঠাগারের এ ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নবগ্রাম ইউনিয়ন আ’লীগের সভাপতি অ্যাড. সাঈদ হাসান হিরু, পাঠাগারের সভাপতি মো. উজ্জল খান, সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেন টুটুল, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইমরান খান, বরঙ্গখোলা সবুজ সংঘের সভাপতি শেখ আসাদুজ্জামান আজম, সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সমাজসেবক এনামুর রহমান বাবু, নয়ন খান প্রমুখ।

পাঠাগার নির্মাণের উদ্যোক্তারা বলেন, বর্তমানে যুব সমাজ মোবাইল-ফোনসহ নানা মাদকে আসক্ত। তাই তাদের মোবাইল-ফোন ও মাদকাসক্ত থেকে ফিরিয়ে এনে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যেই এ পাঠাগার নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। শুধু যুবকরাই নয় শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীসহ সব বয়সের মানুষ এই পাঠাগারে এসে যাতে বই পড়তে পারে, তার ব্যবস্থা করা হবে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ