ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিনাজপুরের সড়কে দিনের বেলায়ও জ্বলছে গাড়ির হেডলাইট 

প্রকাশনার সময়: ২৩ ডিসেম্বর ২০২২, ১৫:৫৪

দেশের উত্তর জনপদে ক্রমেই বাড়ছে শীতের প্রকোপ। দিনাজপুরে কমতে শুরু করেছে তাপমাত্রা। সেইসঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে এই জনপদ। তাই উত্তরের এই জনপদে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানিয়েছে, ক্রমান্বয়ে কমতে শুরু করেছে এই অঞ্চলের তাপমাত্রা।

এর আগের দিন বৃহস্পতিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৪ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, বুধবার ছিলো ১৪ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস এবং মঙ্গলবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।

ঘন কুয়াশার কারণে শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত দিনাজপুরে সূর্যের দেখা মিলেনি।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ